SCMS SCMS

নতুন শিক্ষার্থী ভর্তি নোটিশ-২০২১

 

ভর্তি নোটিশ/২০২১

০১/০১/২০২১

এতদ্বারা দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এ ২০২১ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদনকারীর মধ্য থেকে লটারির মাধ্যমে চান্স প্রাপ্ত সকল শিক্ষার্থীর উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে, চান্সপ্রাপ্ত সকল শিক্ষার্থী আগামী ০২/০১/২০২১ তারিখ হতে ০৫/০১/২০২১ তারিখের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করবেন। অন্যথায় আসন ফাঁকা থাকা সাপেক্ষে অপক্ষমান তালিকা বা সরাসরি আবেদন হতে ভর্তি সম্পন্ন করা হবে।

নিম্নে ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজ ও ফি সমূহ উল্লেখ করা হলো।

নার্সারি-১ হতে দ্বিতীয় শ্রেণি:

·        অনলাইন আবেদনের প্রবেশ পত্র। * পাসপোর্ট সাইজের ছবি ২ কপি

·        জন্ম নিবন্ধনের ফটোকপি

·        মাসিক বেতন: ৫০০/-, সেশন চার্জ: ২০০০/-, এককালীন ভর্তি ফি: ১৫০০/-, রশিদ বই: ৫০,

সর্বমোট: ৪,০৫০/- টাকা

৩য় শ্রেণি হতে ৫ম শ্রেণি:

·        অনলাইন আবেদনের প্রবেশ পত্র। * পাসপোর্ট সাইজের ছবি ২ কপি

·        জন্ম নিবন্ধনের ফটোকপি।

·        পূর্বের প্রতিষ্ঠানের ছাড়পত্র।

·        মাসিক বেতন: ৫৫০/-, সেশন চার্জ: ২০০০/-, এককালীন ভর্তি ফি: ১৫০০/-, রশিদ বই: ৫০,

সর্বমোট: ৪,১০০/- টাকা

৬ষ্ঠ হতে ৮ম শ্রেণি:

·        অনলাইন আবেদনের প্রবেশ পত্র। * পাসপোর্ট সাইজের ছবি ২ কপি

·        জন্ম নিবন্ধনের ফটোকপি।

·        পূর্বের প্রতিষ্ঠানের ছাড়পত্র।

·        পিইসি পরীক্ষার সনদ পত্রের ফটোকপি (৭ম ও ৮ম শ্রেণির ক্ষেত্রে প্রযোজ্য)

·        মাসিক বেতন: ৬০০/-, সেশন চার্জ: ২০০০/-, এককালীন ভর্তি ফি: ১৫০০/-, রশিদ বই: ৫০,

সর্বমোট: ৪,১৫০/- টাকা

৯ম শ্রেণি: (০২/০১/২০২১ তারিখ হতে মৌখিক পরীক্ষার মাধ্যমে বিজ্ঞান, মানবিক, বাণিজ্য বিভাগ নির্বাচনের পর ভর্তি কার্যক্রম চলবে।

·        অনলাইন আবেদনের প্রবেশ পত্র। * পাসপোর্ট সাইজের ছবি ২ কপি

·        জন্ম নিবন্ধনের ফটোকপি।

·        পূর্বের প্রতিষ্ঠানের ছাড়পত্র।

·        পিইসি পরীক্ষার সনদ পত্রের ফটোকপি

·        মাসিক বেতন: ৬৫০/-, সেশন চার্জ: ২০০০/-, এককালীন ভর্তি ফি: ১৫০০/-, রশিদ বই: ৫০,

সর্বমোট: ৪,২০০/- টাকা

প্রতিদিন সকাল ১০ টা হতে দুপুর ২.০০ টা পর্যন্ত স্বাস্থ্য বিধি মেনে চলে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে। ৯ম শ্রেণির মৌখিক পরীক্ষা সকাল ১০.৩০ মিনিট হতে শুরু হবে। আরোও উল্লেখ থাকে যে, ২০২১ সালের ভর্তি ফি সহ অন্যান্য সকল ফি পূর্বের ন্যায় নির্ধারিত। কোনো ফি বৃদ্ধি করা হয় নি। 

 

  1. _ত_ন_ট_শ_২০২১.pdf<span>_ত_ন_ট_শ_২০২১.pdf</span>