অফিস আদেশ
নিয়ম শৃংখলা ভঙ্গের দ্বায়ে ও প্রতিষ্ঠানে না আসায় বহিস্কারাদেশ ও ভর্তি বাতিল আদেশ নিচের নোটিশে দেয়া হল।
ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র সমূহ
ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্রসমূহ
প্লে হতে ১ম শ্রেণিঃ জন্ম নিবন্ধণ এর ফটোকপি।
২য় হতে ৫মঃ জন্মনিবন্ধণ এর ফটোকপি ও ছাড়পত্র।
৬ষ্ঠ হতে ৮মঃ জন্মনিবন্ধণ এর ফটোকপি, ছাড়পত্র, সমাপনী সার্টিফিকেট/ মার্কশিট (ইন্টারনেট কপি)
৯ম শ্রেণিঃ জন্মনিবন্ধণ এর ফটোকপি, ছাড়পত্র, সমাপনী সার্টিফিকেট/ মার্কশিট (ইন্টারনেট কপি), জেএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন ও প্রবেশপত্রের ফটোকপি, মার্কশিট (ইন্টারনেট কপি)
ভর্তির শুরু ও শেষ হওয়ার তারিখঃ ০৩ হতে ০৮ জানুয়ারি
ভর্তি ফরম সংগ্রহের সময় বর্ধিতকরণ
এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্চে যে, নতুন শিক্ষার্থী ভর্তির জন্য ফরমপূরণের সময় ১ জানুয়ারি ২০১৫ বিকেল ৫টা পর্যন্ত বর্ধিত করা হলো। এর পর কোন ফরম গ্রহণ করা হবেনা।
নির্দেশক্রমে
কর্তৃপক্ষ
ভর্তি বিজ্ঞপ্তি ২০১৫
দিনাজপুর কালেক্টরেট স্কুল ও কলেজ এর ভর্তি বিজ্ঞপ্তি ২০১৫ এর জন্য নিচের ফাইলটি ডাউনলোড করুন