Notice Board Please Click to view Class Routine Please Click to view Gallery Please Click to view Result Please Click to view
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী কর্ণার
|
cÖfvwZ kvLv: 28/11/2021 wLª. mKvj: 10.00 Uv †_‡K 11.30 Uv|
* w`ev kvLv: 28/11/2021 wLª. `ycyi: 12.00 Uv †_‡K 01.30 Uv|
প্রধান শিক্ষকের বাণী

আসসালামু আলাইকুম। ইতোমধ্যে জেলা প্রশাসন দিনাজপুর কর্তৃক পরিচালিত, দিনাজপুরে সাড়াজাগানো শিক্ষা প্রতিষ্ঠান দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজে এর নাম সবার জানা আছে। একজন শিশুর পরিপূর্ণ মানসিক ও শারীরিক বিকাশের পাশাপাশি তাঁকে অধ্যয়নের প্রতি জোর দেয়া উচিৎ। কিন্তু আমাদের দেশে তা হয় ভিন্ন। একটি শিশুকে তাঁর যোগ্যতা প্রমাণের জন্য উপযুক্ত করে গড়ে তুলতে দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ নিরলস কাজ করে যাচ্ছে। এ প্লাস তো অনেকেই পায় কিন্তু এ প্লাস এর মধ্যে কতটুকু জ্ঞান নিহীত রয়েছে তা কি কেউ কখনও পরিমাপ করেছি? আজ সময় এসেছে আপনার সন্তানের ভবিষ্যত নিয়ে ভাবার। তাই আমরা জীবনের বাস্তবজ্ঞান, কঠোর পরিশ্রম, সুশৃঙ্খল নিয়মাবলী, সুশিক্ষা ও প্রযুক্তি নির্ভর শিক্ষার মাধ্যমে আপনাদের সন্তানের ভবিষ্যত বিনির্মাণে সহায়তা করছি। এবং আশা করছি একদিন এই শিক্ষার্থীরা তাঁদের পরিবার, সমাজ ও দেশকে এগিয়ে নেবে।
আমরা সেই সকল সুযোগ দিচ্ছি, যেখানে একজন শিক্ষার্থী সাহস করে হাসিমুখে তাঁর শিক্ষককে প্রশ্ন করতে পারে। আমরা সুযোগ দিচ্ছি সুস্থ্য সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে কিভাবে নিজের ইতিহাস, ঐতিহ্যকে জানা যায় এবং ক্রীড়ার মাধ্যমে নিজেকে মাদকমুক্ত রাখা যায়। সব মিলিয়ে আপনার সন্তান গড়ে উঠুক নৈতিকতায়।
আমরা সেই সকল সুযোগ দিচ্ছি, যেখানে একজন শিক্ষার্থী সাহস করে হাসিমুখে তাঁর শিক্ষককে প্রশ্ন করতে পারে। আমরা সুযোগ দিচ্ছি সুস্থ্য সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে কিভাবে নিজের ইতিহাস, ঐতিহ্যকে জানা যায় এবং ক্রীড়ার মাধ্যমে নিজেকে মাদকমুক্ত রাখা যায়। সব মিলিয়ে আপনার সন্তান গড়ে উঠুক নৈতিকতায়।
শুভেচ্ছান্তে
মোঃ রাহিনুর ইসলাম
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত অধ্যক্ষ)
দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ